যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি রুটিন ওয়ার্ক : ডিএমপি কমিশনার


প্রকাশিত: ০৭:০৮ এএম, ১৮ অক্টোবর ২০১৫

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণে যে সতর্কতা জারি করা হয়েছে তা তাদের রুটিন ওয়ার্ক। শুধু বিদেশি নাগরিকদের নিরাপত্তা দেয়া নয়, বাংলাদেশি সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।

রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে দুর্গাপূজা ও আশুরার নিরাপত্তা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, এর আগেও পাকিস্তান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশে ভ্রমণে সতর্কতা জারি করে ছিল যুক্তরাষ্ট্র। এসব সতর্কতা জারি তাদের রুটিন ওয়ার্ক।

ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেন, আমরা তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ করছি। আশা করি দ্রুত আপনাদের ভালো সংবাদ জানাতে পারবো।

এআর/জেডএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।