রোনালদোর রেকর্ডে রিয়ালের বড় জয়


প্রকাশিত: ০২:৪৭ এএম, ১৮ অক্টোবর ২০১৫

রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রাউল গঞ্জালেসকে পিছনে ফেলে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর এই রেকর্ড গড়ার দিনে লেভান্তেকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

লেভান্তের বিপক্ষে শেষ ৭ ম্যাচে জয়ের দুর্দান্ত রেকর্ডকে সঙ্গী করে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। তবে ইনজুরির কারণে লুকা মড্রিচ ও করিম বেনজেমা না থাকায় কিছুটা ব্যাকফুটে ছিল রাফা বেনিতেজের দল।

কিন্তু দুর্দান্ত খেলতে থাকা রিয়াল এগিয়ে যেতে খুব একটা সময় নেয়নি। ২৭ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর অ্যাসিস্টে স্বাগতিকদের লিড এনে দেন মার্সেলো। এর তিন মিনিট পরই রেকর্ড বইয়ে নাম লিখান ক্রিস্টয়ানো রোনালদো।

Cristiano Ronaldo

টনি ক্রুসের অ্যাসিস্ট থেকে গোল করে, লস ব্ল্যাঙ্কোসদের জার্সি গায়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার মালিক হন এই পর্তুগিজ স্ট্রাইকার। রাউলের ৭৪১ ম্যাচে ৩২৩ গোলের রেকর্ডকে পেছনে ফেলে, ৩১০ ম্যাচে ৩২৪ গোল করেন রোনালদো।

এরপর ম্যাচ শেষ হবার ৯ মিনিট আগে জেসে রদ্রিগেজের গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদিস্তানরা। এই জয়ে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ লস ব্ল্যাঙ্কোসরা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।