গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ০২ মে ২০২০

ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলের দেশ গ্রিসের ক্রিট দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার দেশটির ক্রিট দ্বীপে রিখটার স্কেলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূতাত্ত্বিক কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, শক্তিশালী এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ইএমএসসি বলছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ১০ কিলোমিটার ভূগর্ভে।

অ্যাথেন্সের জিওডায়নামিক ইনস্টিটিউট বলছে, ইরাপেট্রা শহরের ৫৫ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।

সূত্র: রয়টার্স।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।