বর্ধমান বিস্ফোরণে জড়িত জঙ্গিদের ধরতে পুরস্কার ঘোষণা


প্রকাশিত: ০৮:০৪ এএম, ০১ নভেম্বর ২০১৪

ভারতের বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে জড়িত জঙ্গিদের ধরিয়ে দিতে পারলে কেন্দ্রীয় সংস্থা এনআইএ’র তরফ থেকে পাওয়া যাবে পুরস্কার। এই ঘোষণা বেশ কয়েক দিন আগে দেওয়া হয়েছিল। এবার পুরস্কারের জন্য ১২ জন জঙ্গির নাম উল্লেখ করল গোয়েন্দা বিভাগ।

বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমে এখন পর্যন্ত ৫০জন অভিযুক্তের একটি নামের তালিকা তৈরি করেছে এনআইএ। তার মধ্যে ১২ জন ফেরারি অভিযুক্তের নামে পুরস্কার ঘোষণা করা হয়েছে। আগামীতে বাকিদের নামের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি পলাতক ও অভিযুক্তদের নাম এবং ছবি দিয়ে পুরস্কার মূল্যে লিখে বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হতে পারে।

বিস্ফোরণ-কাণ্ডে পলাতক হাবিবুর, সাহানুর এবং আমজাদের নামে তিন লাখ; রেজাউল, আব্দুল, বোরহান এবং জাহিরুলের নামে ৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে এনআইএ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।