কুয়েত ফুটবল অ্যাসোসিয়েশনকে বরখাস্ত করলো ফিফা
সরকারি হস্তক্ষেপের কারণে কুয়েত ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ)-এর সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। এই সিদ্ধান্তে দলটির ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণও এখন প্রশ্নের মুখে পড়লো।
গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর ফিফার কার্যনির্বাহী কমিটির সভায় কুয়েতকে সতর্ক করে দেয়া হয়েছিল। পরিস্থিতির পরিবর্তনের জন্য তাদের সামনে ১৫ অক্টোবর সময় বেঁধে হয়। সেখানে বলা হয়েছিল কেএফএ এবং এর ক্লাবগুলো থেকে যেকোন ধরনের সরকারি হস্তক্ষেপ সড়ানো হলেই কেবলমাত্র এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেবার সুযোগ দিতে হবে।
এই সিদ্ধান্তের ফলে কুয়েত কোন ধরনের আন্তর্জাতিক কর্মকান্ড, ম্যাচে অংশ নিতে পারবে না। কেএফএ কিংবা এর সদস্য বা কর্মকর্তা কেউই ফিফা কিংবা এএফসি থেকে কোন ধরনের আর্থিক সহায়তা পাবে না। ফিফা বা এএফসি পরিচালিত কোন ধরনের কোর্স কিংবা ট্রেনিং প্রোগ্রামে তারা অংশ নিতে পারবে না।
বিশ্বকাপ বাছাইপর্বে বর্তমানে কুয়েত বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। গ্রুপ-জি’তে শীর্ষে তাকা দক্ষিণ কোরিয়ার পরেই তাদের অবস্থান। আগামী ১৭ নভেম্বর মিয়ানমারের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
এমআর/আরআইপি