বিশ্বমহলে চাঞ্চল্য সৃষ্টি করতেই বিদেশি হত্যা


প্রকাশিত: ০৯:২০ এএম, ১৭ অক্টোবর ২০১৫

স্বাধীনতা বিরোধীরা নতুন ষড়যন্ত্র এঁটে বিদেশি নাগরিকেদের হত্যার মধ্য দিয়ে বিশ্বমহলে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আওয়ামী যুবলীগ ‘তোমার কীর্তি মোদের গর্ব’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

আমু বলেন, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে। তখন স্বাধীনতা বিরোধীদের গাত্রদাহ করছে। তাদের গাত্রদাহ যে কোন ষড়যন্ত্র করতে তারা তৎপর। আমাদের অর্জনে তাদের গাত্রদাহ করাটাই স্বাভাবিক। তাই নতুন উদ্যামে বিদেশিদের হত্যা করে আন্তর্জাতিকভাবে চাঞ্চল্য সৃষ্টি করতে চাইছে।  

ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমাদেরকে বলা হয় ভারতের দালাল। আমরাই ভারতের বিরুদ্ধে মামলা করেছি। অন্য কোন সরকার করেনি। এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনাই মামলা করেছিলো। অন্য কোন সরকার প্রধান তা করেনি।  

সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন যুব নেতা শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান মুজিব, মনজুর আলম শাহীন, ইকবাল মাহমুদ বাবলু ও মাঈনুল হোসেন খান নিখিল প্রমুখ।

এএসএস/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।