দুই বিদেশি হত্যার বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে


প্রকাশিত: ০৯:০৬ এএম, ১৭ অক্টোবর ২০১৫

দুই বিদেশি নাগরিক হত্যায় বাংলাদেশে জঙ্গির উত্থান হয়েছে এটা প্রমাণিত হয় না এমন মন্তব্য করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিদেশি হত্যার বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর শাখার আয়েজনে ‘টেকসই উন্নয়নে পরিবেশ ও পর্যটনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিশ্বমহল জঙ্গিবাদের উত্থানের যে দাবি তুলছে তা অসত্য উল্লেখ করে মেনন বলেন, জামায়াত-বিএনপি ক্ষমতা থাকাকালীন সময়ে দেশে জঙ্গিবাদ ছিল।

যারা আমাদের দেশে বিদেশি নাগরিকদের আসতে নিষেধ করছেন তাদের দেশই অনিরাপদ বলেও মন্তব্য করেন তিনি।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, দেশে পর্যটন স্থানসমূহ এখন হুমকির মুখে।সমুদ্রপৃষ্টের উচ্চতা এক মিটার বৃদ্ধি পেলে প্রায় তিন কোটি মানুষ বিপর্যয়ের মুখে পড়বে। পরিবেশ ও পর্যটনকে টিকিয়ে রাখতে হতে হলে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরীর সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে আলোচনায় সভায় আরো উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, বাংলাদেশ পযর্টন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সন্তোষ কুমার দেব ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল প্রমুখ।

এএস/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।