করোনা লড়াইয়ে চিকিৎসক পাঠিয়ে সহায়তা কিউবার, সমালোচনায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪২ পিএম, ৩০ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের লড়াইয়ে সহায়তা করতে দক্ষিণ আফ্রিকায় দুই শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী পাঠিয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সমাজতান্ত্রিক রাষ্ট্র কিউবা। তবে কিউবার এই সহায়তা দক্ষিণ আফ্রিকা গ্রহণ করায় তা ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কিউবার চিকিৎসক দলকে দেশে আসতে দেয়ায় দক্ষিণ আফ্রিকার তীব্র সমালোচনা করেছেন। পম্পেও বলেন, আমরা ব্রাজিল, ইকুয়েডর, বলিভিয়া এবং অন্যান্য দেশের নেতাদের প্রশংসা করছি; যারা কিউবার শাসকদের এই সহায়তা নিতে অস্বীকার করেছেন।

তিনি বলেন, আমরা দক্ষিণ আফ্রিকা এবং কাতারের মতো অন্যান্য সব দেশকেও একই ধরনের কাজ করার আহ্বান জানাচ্ছি।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার অংশ হিসাবে সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল পৌঁছায় দক্ষিণ আফ্রিকায়। কিউবার এই বিশেষজ্ঞ দলে রয়েছেন মহামারি বিশেষঞ্জ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, পারিবারিক চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রযুক্তি প্রকৌশলী।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনার জবাবে টুইট করেছে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল। তিনি বলেছেন, কিউবার আন্তর্জাতিক মেডিক্যাল সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্র নির্বিচারে মিথ্যাচার এবং অপবাদ দিয়ে যাচ্ছে। তারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলছে।

ফরাসী বার্তাসংস্থা এএফপি বলছে, আফ্রিকা মহাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ হাজার ৩৫০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। ইতোমধ্যে এই ভাইরাসে দেশটিতে মারা গেছেন ১০৩ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৭৩ জন।

মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সমাজতান্ত্রিক রাষ্ট্র কিউবা বিশ্বে করোনাভাইরাস মহামারিতে নজিরবিহীন এক মানবতার দৃষ্টান্ত স্থাপন করছে। করোনার লড়াইয়ে সহায়তা করতে গত দুই সপ্তাহে বিশ্বের ১৯টি দেশে মেডিক্যাল টিম পাঠিয়েছে কিউবা; যা বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।