লস অ্যাঞ্জেলেসে করোনাভাইরাসের লক্ষণ না থাকাদেরও চলছে পরীক্ষা
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিনামূল্যে সবার জন্য করোনাভাইরাস (কোভিড-১৯) টেস্ট উম্মুক্ত করা হয়েছে। কারও শরীরে করোনার লক্ষণ না থাকলেও তিনি পরীক্ষা করানোর সুযোগ পাচ্ছেন, যা সেখানে এই প্রথম শুরু হলো। তবে এ সুযোগ কেবল লস অ্যাঞ্জেলেসের কাউন্টি অধিবাসীদের জন্য।
লস অ্যাঞ্জেলেস সিটি মেয়র এরিক গারসেটি বুধবার বিকেলে এ ঘোষণা দেন। তিনি বলেন, লস অ্যাঞ্জেলেসেই হবে আমেরিকার প্রথম শহর যেখানে কোনো প্রকার লক্ষণ বিচার ছাড়াই সবার জন্য কোভিড-১৯ টেস্ট উম্মুক্ত করা হয়েছে। তবে যাদের লক্ষণ রয়েছে তাদের অগ্রাধিকার দেয়া হবে।
মেয়র আরও বলেন, শহরে প্রতিদিন ১৮ হাজার পরীক্ষা করা সম্ভব। পরীক্ষার জন্য ৩৪টি অনলাইন নিবন্ধন কেন্দ্র চালু করা হয়েছে। আগ্রহীরা Coronavirus.LACity.org ওয়েবসাইট থেকে যেকোনো একটিতে নিবন্ধন করে কোভিড-১৯ টেস্ট করতে পারবেন।
তিনি ঘরে থাকার নিয়ম মানা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং কোভিড-১৯ পরীক্ষা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
এদিকে লস অ্যাঞ্জেলেস বসিন্দারাও কোভিড-১৯ বিস্তার রোধে মেয়রের এ পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর হিসেবে স্বাগত জানিয়েছেন।
জেডএ/জেআইএম