গ্রিন জোনে কারখানা বাস ট্যাক্সি চালু করছে পশ্চিমবঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ২৯ এপ্রিল ২০২০

করোনায় কম সংক্রমিত হিসাবে চিহ্নিত গ্রিন জোন এলাকাগুলোর কল-কারখানা, যাত্রী পরিবহনে বাস, ট্যাক্সি এবং দোকানপাট খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন সরকার। আগামী ৪ মে'র পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

ভারতে এক মাসের বেশি সময় ধরে লকডাউন কার্যকর রয়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত মাসের শেষের দিকে দেশজুড়ে লকডাউন জারি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ২৩ এপ্রিল লকডাউন শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে আগামী ৪ মে পর্যন্ত করা হয়।

কিছু এলাকায় বিধি-নিষেধে শিথিলতা আনলেও রাজ্যে এই লকডাউন মে মাসের শেষের দিক পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, আরও কিছুদিন আমাদের বাড়িতে থাকা দরকার। পশ্চিমবঙ্গে মাস্ক পরা বাধ্যতামূলক। করোনাভাইরাস আজ নাকি কাল শেষ হবে তা আমরা জানি না। কোনো গবেষণাই এটা নিশ্চিত করতে পারেনি।

‘তবে সাধারণ একটি ধারণা আছে যে আগামী মে অথবা জুনের শেষের দিকে পরিস্থিতি স্বাভাবিক হবে। মে মাসের শেষ পর্যন্ত আমাদের সব বিধি-বিধান মেনে চলতে হবে।’

আবাসিক এলাকায় কিছু কিছু দোকানপাট খুলে দেয়া হতে পারে। এর মধ্যে বিদ্যুৎ সামগ্রী ও মোবাইল ফোন রিচার্জের দোকান, চা স্টল এবং সিগারেটের দোকান খুলে দেয়া হবে। মমতা বন্দোপাধ্যায় বলেছেন, এসব দোকান খুললেও সেখানে কোনো ধরনের জমায়েতের অনুমতি থাকবে না।

এছাড়া গ্রিন জোন এলাকাগুলোর কল-কারখানা ও নির্মাণ খাতের কাজ পুনরায় শুরু হবে বলে জানান তিনি।

সূত্র: এনডিটিভি।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।