আবারও ইরানের পাশে কাতার 

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২৯ এপ্রিল ২০২০

আবারও ইরানকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল কাতার। করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। এমন মুহূর্তে দেশটিকে বার বার সহায়তা করে যাচ্ছে দোহা।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইরানে। ফলে দেশটি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমত হিমসিম খাচ্ছে।

এমন পরিস্থিতিতে দেশটিতে মেডিক্যাল সহায়তায় পাঠিয়েছে কাতার। করোনা পরিস্থিতির সঙ্গে লড়াইয়ে ইরানকে সহযোগিতা করতেই বিভিন্ন জিনিস পাঠানো হয়েছে।

তবে এবারই প্রথম নয়। এ নিয়ে চারবার ইরানকে সহায়তা পাঠাল কাতার। ইরানের পাশাপাশি আলজেরিয়াকেও সহায়তা পাঠানো হয়েছে।

iran-1

কাতার নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থানির জরুরি নির্দেশে মেডিক্যাল সহায়তা পাঠানো হয়েছে। ইরানে প্রায় ১৬ টন মেডিক্যাল সহায়তা পাঠিয়েছে কাতার।

ইরানে এখন পর্যন্ত ৯২ হাজার ৫৮৪ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৫ হাজার ৮৭৭ জন। ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৭২ হাজার ৪৩৯ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ১৪ হাজার ২৬৮টি। এছাড়া ২ হাজার ৯৮৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

অপরদিক, কাতারে করোনায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯২১ এবং মারা গেছে ১০ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ১৩৪ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ১০ হাজার ৭৭৭টি। অপরদিকে ৭২ জনের অবস্থা গুরুতর।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।