বেনাপোলে ১১টি তক্ষক উদ্ধার
যশোরের বেনাপোল থেকে ১১টি তক্ষক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার বিকেলে বেনাপোল রেলওয়ে স্টেশন এলাকা থেকে এগুলো আটক করা হয়। এ সময় চোরাচালানের সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, পাচারকারিরা বেশ কিছু তক্ষক নিয়ে বেনাপোল রেলস্টেশন এলাকায় অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে সেখানে বিজিবির টহল দল অভিযান চালায়।
ওই সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা একটি লোহার খাঁচা ফেলে পালিয়ে যায়। পরে খাঁচার মধ্যে ১১টি তক্ষক পাওয়া যায়। উদ্ধারকৃত তক্ষকগুলো বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।
জামাল হোসেন/এসএইচএস