বিপিএল : বরিশালের থিম সং গাইবেন আসিফ


প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৬ অক্টোবর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে বরিশাল বুলসের থিম সং গাইবেন দেশের জনপ্রিয় সঙ্গিত শিল্পী আসিফ আকবর। নিজের ফেসবুকে পেজে বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া আসিফ লিখেছেন, শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( BPL) ক্রিকেট। এই টুর্নামেন্টের কোনো আসরেই কোনো দলের সাথে আমি কখনোই সংযুক্ত ছিলাম না। এর কারণ আমি T-20 পছন্দ করি না । আমার কাছে টেস্ট ক্রিকেট সবসময়ই ভালো লাগে।

এবার BPL এ খেলছে আমার জেলা শহর, আমার জন্মস্থান পৃথিবীর রাজধানী কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়ান`স দলটির স্বত্বাধিকারী আগে ছিলেন সিলেট রয়্যাল’স এর মালিক। আমার ফ্যানপেজে প্রতিদিন কুমিল্লার ফ্যানরা অধিকার নিয়েই বলেন দলের থিম সং গাইতে। আমি তাদের আবেগকে সম্মান জানাই। সমস্যা হলো কুমিল্লা ভিক্টোরিয়ান’স এর কারো সাথে আমার কোন যোগাযোগ নেই, কেউ আমার সাথে যোগাযোগও করেনি। উপযাচক হয়ে অনাহুত অতিথি হিসেবে মাতব্বরি করার বয়স এবং সময় এখন নেই।

তবে কুমিল্লাবাসীর আবেগকে সম্মান জানিয়ে বলতে চাই- কুমিল্লা ভিক্টোরিয়ান’স আমার কাছে কোন রকম সহযোগীতা চাইলে আমি পাশে থাকবো।

বরিশাল বুল’স আরেকটি ফ্র্যাঞ্চাইজি । তারা দল গঠনের আগেই আমার সাথে যোগাযোগ করেছে। ভেবেছিলাম ক্রিকেটের গান আর গাইবো না। বরিশালের আক্রমণাত্মক আতিথেয়তা আমার সবসময় ভালো লাগে, তাই রাজী হয়ে গেলাম। আজ গাইবো বরিশাল বুল’স এর থিম সং।

‘সাবাস বাংলাদেশ’ গানটি গাইবার সময় যেমন অসুস্থ্য ছিলাম, আজও তেমনি অসুস্থ্য। কিন্তু গানটি গাইবো দম দিয়ে । ‘বরিশাল বুল’স কামাল কামাল বরিশাল বুল’স সামাল সামাল’। কথা- রাজীব আহমেদ, সুর – রাজেশ ঘোষ।
 
কুমিল্লা ভিক্টোরিয়ান’স এর জন্য শুভকামনা ও জোরালো সমর্থন বিরাজমান থাকবে As a mango People of Comilla …।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেটের অ্যান্থেম হিসেবে পরিচিত `সাবাশ বাংলাদেশ` গানটি গেয়েছেন  জনপ্রিয় এই শিল্পী।

আরটি/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।