আবারো শুরু হচ্ছে বাঘ শুমারি


প্রকাশিত: ০৬:৩১ এএম, ০১ নভেম্বর ২০১৪

গত বছর শুরু হয়ে মাঝপথে থেমে যাওয়া বাঘ শুমারির কাজ শেষ করার পদক্ষেপ নিয়েছে সরকার। শনিবার থেকে সুন্দরবনের কিছু নির্দিষ্ট অংশে এই গণনার কাজ শুরু হচ্ছে।

বন্যপ্রাণী বিষয়ক বিভাগীয় কর্মকর্তা জাহিদুল কবির বলেন, ‘শনিবার মাঠপর্যায়ের জরিপ শুরু হবে। আগামী ৬ নভেম্বর রাসমেলার পর দুই মাসব্যাপী এই শুমারির বাকি কাজ করা হবে।‘

তিনি জানান, ‘বাঘেরা প্রধানত কটকা-কচিখালি, নীলকমল ও কৈখালী এলাকায় থাকে। এবার নীলকমলের ৬২৪ বর্গকিলোমিটার এলাকায় জরিপ চালানো হবে। গত বছর শীতের সময় কটকা-কচিখালির ৩৬০ বর্গকিলোমিটার ও কৈখালীর ৩৬৫ বর্গকিলোমিটার এলাকায় জরিপ সম্পন্ন হয়েছে।‘

এই তিন এলাকার বাঘের সংখ্যা থেকে সুন্দরবনের বাকি অংশের বাঘের মোট সংখ্যা বের করা হবে। গত বছর বাংলাদেশ সরকার ‘স্ট্রেংদেনিং রিজিওনাল কোঅপারেশেন ফর ওয়াইল্ডলাইফ প্রটেকশন‘ নামক বিশ্বব্যাংকের অর্থায়নে এক প্রকল্পের অধীনে ‘ইকোলজি অ্যান্ড পপুলেশন এস্টিমেশন অফ টাইগারস‘ নামের এই প্রকল্প শুরু করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।