টাঙ্গাইলে বাস খাদে পড়ে নিহত ২


প্রকাশিত: ১১:২৪ এএম, ১৬ অক্টোবর ২০১৫

টাঙ্গাইল সদর উপজেলার আশোকপুর বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ সময় অন্তত আরো ২০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন, ওসমান মিয়া (৪৫), অন্যজনের নাম জানা যায়নি।

গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাঁড়ির এসআই শাহ-আলম জানান, বিকেলে যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

এদিকে, আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. আসাদ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে যাত্রীবাহী বাস টাঙ্গাইল আশোকপুর বাইপাস এলাকা পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং ২০ জন আহত হন।

তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।