বাগদাদে বোমা হামলায় নিহত ১৫


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ০১ নভেম্বর ২০১৪

ইরাকের রাজধানী বাগদাদের অদূরে কয়েকটি বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার দুপুরে বাগদাদের পশ্চিমাঞ্চলীয় উপশহর শোয়েইব এলাকার একটি ভেড়ার হাটে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত এবং ১৩ জন আহত হয়।

এছাড়া শুক্রবার রাধোনিয়া এলাকার একটি সড়কে বোমা হামলায় নিহত হন অন্তত দুই জন। আহত হন নয়জন। একই দিন সকালে বাগদাদের দক্ষিণাঞ্চলের মাদাইন শহরের একটি মার্কেটে বোমা বিস্ফোরণে নিহত হন চার জন। আহত হন অন্তত ডজনখানেক মানুষ।

এদিকে, বাগদাদ থেকে ২০ কিলোমিটার দক্ষিণে ইউসোফিয়া শহরের একটি মার্কেটের বাইরে বোমা হামলায় চারজন নিহত এবং ১০ জন আহত হয়। ইরাকি কর্মকর্তারা এসব হামলার জন্য আইএসআই্এল এবং সাদ্দাম হোসেনের নিষিদ্ধ ঘোষিত বাথ পার্টিকে দায়ী করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।