এমপি লিটন কারাগারে : সুন্দরগঞ্জে মিষ্টি বিতরণ
গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের জামিনের আবেদন নামঞ্জুর করে আদালতে প্রেরণের খবরে উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছে স্থানীয়রা।
পৌর মেয়র ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, উপজেলা নাগরিক কমিটির সভাপতি বীরেন সরকার মিন্টু, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুদ-উল-ইসলাম চঞ্চলসহ অনেকেই প্রশাসন ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তারা বলেন, এমপি লিটনের গ্রেফতার ও জামিন বাতিলই যথেষ্ট নয়। এমপি লিটন ও তার ক্যাডার বাহিনীর হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ বিচার প্রক্রিয়া সম্পন্ন এবং বিভিন্ন প্রকল্পসহ তার সকল অনিয়ম-দুর্নীতি ও অপকর্মের বিচার করা দরকার।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘোষণা বাস্তবায়ন হতে চলছে। সুন্দরগঞ্জবাসী সেদিকে তাকিয়ে আছে। আমাদের বিশ্বাস আইনিভাবে এমপি লিটনের বিচার হবে।
এর আগে, বুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়ে এমপি লিটনকে। তারপর পর রাত সোয়া ১১টার দিকে পুলিশের একটি দল গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেয়।
এদিকে, শিশু সৌরভকে গুলিবিদ্ধ করা মামলার আসামি এমপি লিটনকে এক নজর দেখতে উৎসুক বিপুল সংখ্যক জনতা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অফিসের সামনের সড়কে ভিড় করে।
অমিত দাশ/এসকেডি/পিআর