যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেফতার


প্রকাশিত: ০১:৪১ পিএম, ১৫ অক্টোবর ২০১৫

নওগাঁর মান্দায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি মেছের আলী (৫০) ও তালেব আলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বাঁংড়া গ্রাম থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে উপজেলার চৌজা গ্রামে ডাকাত সন্দেহে আবুল হোসেন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার প্রায় ২০ বছর পর গত ২৯ সেপ্টেম্বর মেছের আলী ও তালেব আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালত। একই সঙ্গে প্রত্যককে ১০ হাজার টাকা জরিমানা অনাদয়ে আরো বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ১৯৯৫ সালে মান্দার চৌজা গ্রামের আবুল হোসেন হত্যা মামলায় তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। একই সঙ্গে প্রত্যককে ১০ হাজার টাকা জরিমানা অনাদয়ে আরো বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

এ ঘটনায় গত ২৯ সেপ্টম্বর নওগাঁর অতিরিক্ত দায়রা জজ-১ আদালত এ রায় দেন। ওই আদালতের বিচারক জিয়াউদ্দিন মাহমুদ স্বাক্ষরিত একটি গ্রেফতারি পরোয়ানা তিন মাস আগে থানা আসে। রায়ের পর থেকে সাজাপ্রাপ্ত পলাতক ছিলেন।

গোপন সূত্রে খবর পেয়ে বিকেল ৫টা দিকে উপ-পরিদর্শক (এসআই) সাবির হোসেনের নেতৃত্বে এক দল পুলিশ তাঁদের বাঁংড়া গ্রাম থেকে গ্রেফতার করে।

আব্বাস আলী/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।