রাকিব হত্যা : দুই ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকের সাক্ষ্যগ্রহণ


প্রকাশিত: ০১:০২ পিএম, ১৫ অক্টোবর ২০১৫

খুলনার শিশু রাকিব (১২) হত্যা মামলায় দুই ম্যাজিস্ট্রেট ও এক চিকিৎসকের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা তাদের এ সাক্ষ্যগ্রহণ করেন।

বাদীপক্ষের আইনজীবী মানবাধিকার সংস্থার খুলনার সমন্বয়কারী অ্যাড. মোমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার তিনজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। এ মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আয়শা আকতার মৌসুমী, মো. ফারুক ইকবাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কুমার মন্ডল সাক্ষ্যপ্রদান করেন।

তিনি আরো জানান, এ মামলায় আরো পাঁচজনের সাক্ষ্যগ্রহণ বাকি রয়েছে। টানা পাঁচ দিনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ২৫ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন। ওই দিন মামলার তদন্ত কর্মকর্তা ও রাকিবের ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসকের সাক্ষ্যগ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আলমগীর হান্নান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।