মানিকগঞ্জে ছিনতাই হওয়া ওষুধ উদ্ধার : গ্রেফতার ৩


প্রকাশিত: ১১:২৮ এএম, ১৫ অক্টোবর ২০১৫

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের মানরা এলাকা থেকে ছিনতাই হওয়ায় অপসোনিন কোম্পানির কাভার্ডভ্যানসহ দুই কোটি টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে টঙ্গীর চেরাগআলী এলাকা থেকে এ মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আটকরা হলেন, ঢাকার দক্ষিণ খান থানার গাওয়াইর এলাকার আব্দুল হামিদের ছেলে মাসুদ রানা (৩০), একই এলাকার মৃত জলিল মিয়ার ছেলে মান্নান মিয়া (৪২), মৃত রেহান উদ্দিনের ছেলে ফরহাদ (৩৩)।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় গত ১ অক্টোবর রাতে অপসোনিন কোম্পানির আমদানিকৃত কাঁচামাল ও ওষুধ নিয়ে রাজধানীর এয়ারপোর্ট থেকে একটি কাভার্ডভ্যান বরিশাল যাচ্ছিল। ঢাকা থেকেই মাইক্রোবাসযোগে তাদের অনুসরণ করে ছিনতাইকারী চক্রটি। মানিকগঞ্জের মানরা এলাকায় গতিরোধ করে কাভার্ডভ্যানটি ছিনিয়ে নেয়া হয়। এসময় চালক ও হেলপারকে মাইক্রোবাসে তুলে মারধর করে আশুলিয়ার জিরাবো এলাকায় ছেড়ে দেয়া হয়।

এ ঘটনায় কোম্পানির পক্ষ থেকে ৩ অক্টোবর থানায় মামলা করা হয়। পুলিশ প্রথমে মাসুদ রানা নামে একজনকে আটক করে। তার দেয়া তথ্য অনুযায়ী পনের দিন পর বৃহস্পতিবার ভোরে টঙ্গীর চেরাগআলী এলাকা থেকে কাভার্ডভ্যানসহ চক্রের ওই দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুপার মাহফুজুর রহমান জাগো নিউজকে জানান, চক্রটি বিমানবন্দর এলাকায় আমদানিকৃত বিভিন্ন মালামাল ছিনতাইয়ের কাজে জড়িত। এ চক্রের প্রধানসহ আরো কয়েকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বি.এম খোরশেদ/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।