ভারত মুসলমানদের জন্য স্বর্গ, বললেন দেশটির মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩০ এএম, ২২ এপ্রিল ২০২০

ভারত মুসমানদের জন্য ‘স্বর্গ’ বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন বিষয়কমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) তোলা অভিযোগের জবাবে তিনি এই মন্তব্য করেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার ওআইসির স্থায়ী মানবাধিকার কমিশন অভিযোগ করে বলেছিল, ভারতে ইসলাম বিদ্বেষ বাড়ছে। মুসলমানদের অধিকার রক্ষায় সরকারকে ‘জরুরি পদক্ষেপের’ আহ্বান জানায় ওআইসি।

এর জবাবে মোদি সরকারের এই মন্ত্রী বলেন, ‘মুসলমানদের জন্য ভারত হলো স্বর্গ। তাদের আর্ত-সামাজিক ও ধর্মীয় অধিকার এ দেশে সম্পূর্ণ সুরক্ষিত। যারা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশকে দূষিত করার চেষ্টা করছে তারা কখনও মুলমানদের বন্ধু হতে পারে না।'

সম্প্রতি পাক প্রধানমন্ত্রী ইমরান খান মুসলমানদের প্রতি ভারত সরকারের দৃষ্টিভঙ্গির সঙ্গে জার্মানিতে ইহুদিদের প্রতি নাৎসি বাহিনীর আচরণের তুলনা করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেউ এ প্রসঙ্গে মন্তব্য করেনি। তবে এক বিবৃতিতে ইমরানের বক্তব্যের প্রতিবাদ জানানো হয়।

জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।