গ্রামীণফোন-ব্র্যাকের নিরাপদ ইন্টারনেট বিষয়ক কর্মশালা


প্রকাশিত: ১০:২৯ এএম, ১৫ অক্টোবর ২০১৫

ইন্টারনেট সচেতনতা গড়ে তুলতে ব্র্যাকের সহযোগিতায় গ্রামীণফোন দেশজুড়ে নিরাপদ ইন্টারনেট বিষয়ক কর্মশালার উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার উদ্যোগের অংশ হিসেবে সিলেটের পশ্চিম সদর উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এ কর্মসূচির অধীনে, যেসব স্কুলে ব্র্যাকের গণকেন্দ্র (মাল্টিপারপাজ কমিউনিটি লাইব্রেরি) রয়েছে দেশের সেরকম ৫শ’টি বিদ্যালয়ে ৫শ’ কর্মশালার আয়োজন করবে গ্রামীণফোন। নতুন প্রজন্ম কিভাবে ইন্টারনেটে নিরাপদে থাকবে তা নিয়ে এ কর্মশালাগুলোয় আলোচনা করা হবে। পাশাপাশি, শিশুদের ইন্টারনেটে নিরাপদে রাখতে বাবা-মায়ের ভূমিকা নিয়েও কর্মশালায় আলোচনা করা হবে।

অনুষ্ঠানে বক্তৃতাকালে গ্রামীণফোনের হেড অব করপোরেট রেসপন্সিবিলিটি দেবাশিষ রায় বলেন, তরণ প্রজন্মের সাথে বিশ্ব ও এর সকল উন্নয়নের সংস্পর্শে আসার এক গুরুত্বপূর্ণ মাধ্যম ইন্টারনেট। আমাদের তরুণরা যাতে ইন্টারনেটের সর্বোচ্চ সুবিধা ভোগ করতে পারে, এ লক্ষ্যে তাদের জন্য আমরা ইন্টারনেট নিরাপদ করতে চাই।

তিনি বলেন, সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করা গ্রামীণফোনের একটি প্রয়াস প্রতিষ্ঠানটি গ্রাহকদের মধ্যে নিরাপদে ইন্টারনেট ব্যবহারের সচেতনতা তৈরিতে কাজ করছে। নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে এ বছরের শুরুতে গ্রামীণফোন নিরাপদ ইন্টারনেট নিয়ে একটি কর্মশালা আয়োজন করে ও গণমাধ্যমে সচেতনতা বিষয়ক বিজ্ঞাপন প্রচার করে।

আরএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।