খাদ্য অধিকার আইনের দাবি


প্রকাশিত: ১০:১৮ এএম, ১৫ অক্টোবর ২০১৫

খাদ্য প্রত্যেক মানুষের অধিকার। মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার পূর্বশর্তই হচ্ছে তার খাদ্যের অধিকার পূরণ করা উল্লেখ করে খাদ্য অধিকার আইনের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) ও একশন এইড বাংলাদেশের উদ্যোগে মানবববন্ধনের আয়োজন করে- কর্মজীবী নারী, স্যাপ বাংলাদেশ, কেন্দ্রীয় কৃষক মৈত্রী, স্বাধীন কৃষক সংগঠন,ইউনিস্যাব, উদয়ঙ্কুর, সেবা সংস্থা, বিএসডিও বিডিও, সার্প, বেইজ, এনডিবাস, উলসী সৃজনী সংস্থা, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা, লোককেন্দ্র, প্রান্তজন, আভাস, মানব প্রগতি সংঘ ও পল্লী উন্নয়ন প্রচেষ্টা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদন অনুসারে বর্তমানে বিশ্বের ৯২ দশমিক ৫ কোটি মানুষ পর্যাপ্ত খাদ্যাভাবে আছে। খাদ্য অধিকার নিশ্চিতে আইন না থাকায় ক্ষুধা ও দারিদ্র পীড়িত মানুষ আবেদন করার কোন স্থান পায় না।

বক্তারা জানান- ইতমধ্যে ভারত, ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া, মেক্সিকো, ইন্দোনেশিয়া সহ আরো অনেক দেশে খাদ্য অধিকার আইন রয়েছে।

মানববন্ধনে সংসদ সদস্য শিরিন আক্তার সহ বিভিন্ন জেলার কৃষক ও নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এএস/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।