এক মাস ভারতের গুহায় আইসোলেশনে ৬ পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪০ পিএম, ২১ এপ্রিল ২০২০

অডিও শুনুন

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশে লকডাউন চলছে। লোকজন যতটা সম্ভব বাড়িতেই অবস্থান করছে। করোনার প্রকোপ থেকে বাঁচতে লোকজনকে জনসমাগম এড়িয়ে চলতে এবং বাড়িতেই অবস্থানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এমন পরিস্থিতিতে অনেকেই বাড়িতে সেলফ আইসোলেশনে আছেন। করোনার ঝুঁকি থেকে বাঁচতে যতটা সম্ভব সবকিছু মেনে চলার চেষ্টা করছেন সবাই।

কিন্তু ভারতে থাকা ৬ পর্যটক যেভাবে আইসোলেশনে ছিলেন সেভাবে আর কেউ থাকছে না। প্রায় এক মাস ধরে ভারতের একটি গুহায় সেলফ আইসোলেশনে ছিলেন ওই পর্যটকরা।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই ৬ পর্যটক উত্তরাখন্ডের ঋষিকেশ শহরের কাছে অবস্থিত একটি গুহায় প্রায় এক মাস ধরে অবস্থান করছিলেন। রোববার ওই গুহা থেকে তাদের উদ্ধার করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

india

পর্যটকদের ওই দলটিতে চারজন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন। তারা ফ্রান্স, তুরস্ক, ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং নেপালের নাগরিক। উত্তরাখন্ডের পুলিশের মুখপাত্র মুকেশ চন্দ জানিয়েছেন, ওই পর্যটকরা প্রথমে একটি হোটেলে ছিলেন।

তাদের কাছে থাকা অর্থ শেষ হতে থাকায় তারা গুহায় আশ্রয় নিতে বাধ্য হন। তারা গত ২৪ মার্চ থেকেই ওই গুহায় অবস্থান করছিলেন। রোববার তাদের ওই গুহায় পাওয়া যায়।

সেখান থেকে উদ্ধার করে তাদের দু'সপ্তাহের জন্য সেলফ কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তবে পুলিশের ওই মুখপাত্র জানিয়েছেন, উদ্ধার হওয়া পর্যটকদের শারীরিক অবস্থা ভালো আছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।