মার্কিন সামরিক প্রযুক্তিকে পেছনে ফেলেছে রাশিয়া!


প্রকাশিত: ০৭:৫১ এএম, ১৫ অক্টোবর ২০১৫

সামরিক প্রযুক্তির ক্ষেত্রে রাশিয়ার উৎকর্ষতায় বিস্ময় প্রকাশ করেছে পশ্চিমা গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা। রাশিয়ার দু`সপ্তাহের বিমান অভিযান এবং কাস্পিয়ান সাগর থেকে সিরিয়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাতের মধ্য দিয়ে সামরিক প্রযুক্তির ক্ষেত্রে মস্কোর সামর্থ নতুন রুপে দেখা যাচ্ছে বলে তাদের মন্তব্য।  
 
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে সামরিক ক্ষেত্রে রাশিয়ার ব্যাপক পরিবর্তন ঘটেছে। বুধবার মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিজ ভূখণ্ডের বাইরে অভিযান চালানোর সক্ষমতা যে রাশিয়ার আছে তা সিরিয়া অভিযানের মধ্য দিয়ে ফুটে উঠেছে। এ অভিযানের মধ্য দিয়ে রাশিয়া নিজের নতুন সমরাস্ত্র, রণ-পদ্ধতি এবং রণকৌশলকে প্রকাশ্যেই তুলে ধরেছে।
 
সিরিয়া অভিযানে সুখোই-এসইউ-৩৪ বিমানসহ যে সব জঙ্গিবিমান ব্যবহার করা হয়েছে এর আগে তা কখনোই তা যুদ্ধে ব্যবহার করেনি রাশিয়া। এ ছাড়া, ৯০০ মাইলের বেশি দূর অবস্থিত কাস্পিয়ান সাগর থেকে সিরিয়ার লক্ষ্যবস্তুতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া এবং তা সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এখন পর্যন্ত রুশ অভিযানে কোনো বেসামরিক মানুষ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
 
পশ্চিমা অনেক বিশ্লেষক বলেছেন, প্রযু্ক্তি ক্ষেত্রে আমেরিকার সক্ষমতাকে ছাড়িয়ে গেছে রাশিয়া।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।