নরসিংদীতে বৃক্ষরোপণ ও কৃষকদের মাঝে চারা বিতরণ


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ১৫ অক্টোবর ২০১৫

নরসিংদীতে ফলদ বৃক্ষরোপণ-২০১৫ ও কৃষকদের মাঝে চারা বিতরণ করেছে শিবপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। বৃহস্পতিবার সকালে শিবপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. লতাফত হোসেন। বৃক্ষরোপণ শেষে উপস্থিত ২৫ জন কৃষকের প্রত্যেককে ৩টি করে মালটা চারা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শিবপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নাজিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) ড. শফিউদ্দিন, বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুল হক, কাজী মারুফ হোসেনসহ কৃষি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সঞ্জিত সাহা/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।