বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের পদত্যাগ


প্রকাশিত: ০২:৫০ এএম, ০১ নভেম্বর ২০১৪

অবশেষে প্রচণ্ড বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন পশ্চিম অাফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ব্লেইসি কমপায়োরি। এর মধ্যে দিয়ে দেশটিতে কমপায়োরির ২৭ বছরের শাসনের অবসান হলো।

এর অাগে বৃহস্পতিবার প্রচণ্ড বিক্ষোভের মুখে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করে বুরকিনা ফাসোর সেনাবাহিনী। তারা কমপায়োরিকে ক্ষমতায় রেখেই একটি অন্তবর্তীকালীন সরকার গঠনেরও ঘোষণা দেয়। এর পরেই অারো ফুঁসে ওঠে দেশটির বিক্ষুব্ধ জনগণ। অবশেষে শুক্রবার অান্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দেন কমপায়োরি।

এদিকে কমপায়োরির পদত্যাগের ঘোষণা অাসার পরপরই রাজধানী ওয়াগাদৌগৌতে নেচে গেয়ে অানন্দ করেছে বিক্ষোভকারীরা। পদত্যাগের পাশাপাশি অাগামী ৯০ দিনের মধ্যে দেশটিতে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন কমপায়োরি।

অন্যদিকে প্রেসিডেন্টের পদত্যাগের পর দেশের শাসনভার নিজের হাতে তুলে নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল হোনোরি ট্রাওরি। সাংবিধানিক কারণেই তিনি দেশের শাসনভার নিচ্ছেন বলে জনগণকে জানিয়েছেন জেনারেল ট্রাওরি।

উল্লেখ্য, জানা গেছে, দীর্ঘ ২৭ বছর ক্ষমতায় থাকার পরও সম্প্রতি নির্বাচনে অংশ গ্রহণের জন্য সংবিধান সংশোধনের উদ্যোগ নেন প্রেসিডেন্ট কমপায়োরি। অার এতেই বিক্ষোভে ফেটে পড়ে দেশটির জনগণ। বিক্ষুব্ধ জনগণ তার পদত্যাগের দাবিতে রাজধানী ওয়াগাদৌগৌতে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট ভবনসহ বেশ কয়েকটি সরকারি ভবনেও অাগুন দেয়। এ সময় সেনা সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ হয়। সূত্র: বিবিসি ও রয়টার্স

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।