সৌদিতে আজও ১০৮৮ জন করোনা আক্রান্ত

আব্দুল হালিম নিহন
আব্দুল হালিম নিহন আব্দুল হালিম নিহন , সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১৯ এপ্রিল ২০২০

সারা বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৮৮ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত ৯ হাজার ৩৬২ জন। আজ নতুন করে মৃত্যুবরণ করেছে ৫ জন। এখন পর্যন্ত মারা গেছে ৯৭ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছে ১৩৯৮ জন।

১৯ এপ্রিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। মুসলিম দেশে হিসেবে গত ২৪ ঘণ্টায় পবিত্র মক্কা ও মদিনায় সবচেয়ে বেশি করোনার রোগী শনাক্ত হয়েছে। প্রাদুর্ভাবের শুরুর দিকে সৌদিতে করোনার প্রকোপ বাড়লেও মক্কা-মদিনা ছিল অনেকটা নিয়ন্ত্রণে। গত কিছুদিন ধরে মক্কা-মদিনায়ও বাড়ছে করোনায় আক্রান্তদের সংখ্যা।

সৌদিতে করোনাভাইরাস প্রতিরোধে রিয়াদসহ অনেক প্রদেশে ২৪ ঘণ্টার কারফিউ চলছে। বাকি প্রদেশে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত কারফিউ চলমান রয়েছে।

সৌদি আরবে করোনাভাইরাস রোধে অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ রাখা হয়েছে সৌদি আরবের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে বেকার হয়ে পড়েছেন এসব প্রতিষ্ঠানে থাকা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

এমআরএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।