রমজানে মসজিদেই জামাতে নামাজ পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১৯ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় মসজিদে নামাজ আদায়ে পাকিস্তানে যে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল রোজার মাসে তা শিথিল করা হচ্ছে। রোববার এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।

তিনি বলেছেন, রমজানে পাকিস্তানের মসজিদে জামাতে নামাজ চলবে, তবে এরজন্য কঠোর নিয়ম মেনে চলতে হবে যাতে এই জামাত থেকে করোনা ভাইরাস না ছড়াতে পারে।

দেশটির শীর্ষ ২০ আলেমের সাথে শলাপরামর্শ করে প্রেসিডেন্ট আলভি ২০ দফা পরিকল্পনা প্রণয়ন করেছেন। এসবের মধ্যে রয়েছে মসজিদে অবশ্যই প্রত্যেককে মাস্ক পরতে হবে। এছাড়া মসজিদে যারা যাবেন তারা যাতে একজনের থেকে অন্যজন দূরত্ব বজায় রাখেন তা নিশ্চিতে সেখানে পুলিশ মোতায়েন থাকবে।

যেসব নিয়মকানুন করে দেয়া হবে মসজিদের জন্য তা যদি মেনে না চলা হয় তবে সরকার যেকোনো সময় তার সিদ্ধান্ত পরিবর্তন করবে বলেও জানিয়েছেন আলভি। এছাড়া যদি দেখা যায় মসজিদে জামাতের কারণে আক্রান্তের সংখ্যা আবার বাড়ছে তাহলে সিদ্ধান্ত পরিবর্তন করা হবে।

পাকিস্তানে এ পর্যন্ত (১৯ এপ্রিল) ৭ হাজার ৯৯৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ১৫৯ জন।

এরআগে মসজিদে নামাজ আদায়ে সীমাবদ্ধতা আরোপ করা পর দেশটির অন্তত ৫০ জন আলেম পাক সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন। পাকিস্তানের বেফাকুল মাদারিস আল-আরাবিয়া সংগঠনের শীর্ষ পর্যায়ের আলেমরা ইমরান খান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, মসজিদে নামাজ পড়ার ব্যাপারে সীমাবদ্ধতা আরোপ করা যাবে না।

দ. কোরিয়া শিথিল করছে লকডাউন
গত দুই মাসের মধ্যে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ ঘণ্টায় মাত্র ৮ জন রেকর্ড করা হয়েছে। করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানো এই দেশটির প্রধানমন্ত্রী চুন সাই কিয়ুন রোববার বলেছেন, তারা এখন লকডাউনের বিধি-নিষেধ শিথিল করার প্রক্রিয়া শুরু করছেন। মধ্য-ফেব্রুয়ারিতে দেশটিতে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর প্রথমবারের মতো দেশটিতে আক্রান্ত একক সংখ্যার ঘরে নেমে এসেছে রোববার।

প্রধানমন্ত্রী চুন সাই কিয়ুন বলেছেন, সরকার দেশের পাবলিক আউটডোর স্থাপনা খোলার বিষয়ে বিবেচনা এবং বিশেষ পরিস্থিতিতে খেলাধুলার স্থাপনা এবং রেস্টুরেন্ট খোলা রাখার ব্যাপারে নির্দেশনাগুলো শিথিল করবে।

রাশিয়ায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড
রাশিয়ায় মহামারি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ হাজার ৬০ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যা রাশিয়ায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ান করোনাভাইরাস রেসপন্স সেন্টার আজ রোববার এই হিসাব দিয়ে বলছে, প্রাদুর্ভাব শুরু হওয়ার পর দেশজুড়ে ইতোমধ্যে ৪২ হাজার ৮৫৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে।

রাশিয়ায় করোনায় আক্রান্ত প্রায় ৪৩ হাজার রোগীর মধ্যে শেষ খবর অনুযায়ী ৩৬১ জন মারা গেছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪৮ জন। এছাড়া ৩ হাজার ৩০০ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠলেও দেশটিতে এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে।

সাইপ্রাসে ড্রোন দিয়ে লকডাউন নিয়ন্ত্রণ
ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস মোকাবিলা করার জন্য ইস্টার হলিডেতে হেলিকপ্টার এবং ড্রোন দিয়ে পুরো সাইপ্রাসকে পরিদর্শনে রাখবে দেশটির প্রশাসন। শনিবার বিবৃতিতে দেশটির আইনমন্ত্রী জর্গোস স্যাভাইডস এ তথ্য জানিয়েছেন। তিনি পুলিশকে ইস্টার সাপ্তাহিক ছুটিতে মোটর যানবাহগুলিতে আরও চেক বাড়ানোর নির্দেশ দেন এবং সেইসাথে হেলিকপ্টার ও ড্রোন দিয়ে সাইপ্রাসের সমস্ত এলাকা পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, বন্ধের ভেতর যেন কেউ কারো বাড়িতে বেড়াতে না যান এবং সবাইকে নিজ নিজ ঘরে বসে প্রার্থনা করার পরামর্শ দিয়েছেন। সাইপ্রাসে গত একমাস ধরে চলছে লকডাউন। এ কারণে প্রায় ব্যবসা বাণিজ্যসহ স্কুল, কলেজ, খেলার মাঠ, মসজিদ, গির্জা সব বন্ধ রাখা হয়েছে।

এনএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।