মৃত্যু-আক্রান্তের সংখ্যা কমছে স্পেনে
স্পেনে প্রাণঘাতী করোনাভাইরাসে গত দু'দিনে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। রোববারের হিসাব অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১০ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৫৬৫।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে মোট ২০ হাজার ৬৩৯ জন। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে।
বর্তমানে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩৮ হাজার ৯২৩। অপরদিকে, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩৯ হাজার ১৫ জন।
করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৯৪৪ এবং মারা গেছে ২০ হাজার ৬৩৯ জন। অপরদিকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৭৭ হাজার ৩৫৭ জন।
এদিকে, গত দু'দিনের হিসাব অনুযায়ী, স্পেনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। গতকালের হিসাব অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৯১ হাজার ৭২৬।
শনিবারের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫৭৭ এবং মারা গেছে ৬৩৭ জন। অপরদিকে, তার আগের দিনের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮৯১ এবং মারা গেছে ৬৮৭ জন।
টিটিএন/এমএস