করোনা: ১৭শ’ অভিবাসীকে জঙ্গলে আটকে রেখেছে পানামা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৯ এপ্রিল ২০২০

অডিও শুনুন

যুক্তরাষ্ট্রগামী প্রায় ১৭শ’ অবৈধ অভিবাসীকে জঙ্গলের মধ্যে একটি ক্যাম্পে আটকে রেখেছে মধ্য আমেরিকার দেশ পানামা। তাদের মধ্যে বেশ কয়েকজনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তের পর এ ব্যবস্থা নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, কলম্বিয়া সীমান্তবর্তী লা পেনিতা এলাকায় বন্দী রয়েছেন এসব অবৈধ অভিবাসী। ক্যাম্পটিতে মাত্র ২০০ মানুষ থাকার ব্যবস্থা থাকলেও ঝুঁকিপূর্ণভাবে প্রায় আটগুণ বেশি মানুষকে গাদাগাদি করে রাখা হয়েছে।

ইতোমধ্যেই এসব অভিবাসীর মধ্যে ১৭ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। তাদের অন্য জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।

আটক অভিবাসীদের খাবার, পানি, ওষুধসহ অন্যান্য সহযোগিতা দিচ্ছে স্থানীয় সরকার, ইউনিসেফ ও রেড ক্রস।

পানামায় এ পর্যন্ত মোট ৪ হাজার ২৭৩ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হযেছ। মারা গেছেন ১২০ জন।

সূত্র: আল জাজিরা

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।