একই দিনে দুই নিয়োগ পরীক্ষা : বিপাকে প্রার্থীরা


প্রকাশিত: ০৩:৫১ এএম, ১৫ অক্টোবর ২০১৫

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ক্যাশিয়ার পদের নিয়োগ পরীক্ষা আগামীকাল শুক্রবার। নিয়োগকারী পৃথক দুটি কর্তৃপক্ষই জানিয়েছে, তাদের সব প্রস্তুতি শেষ। পরীক্ষা যথাসময়েই হবে। ফলে একই দিন একই সময়ে পরীক্ষা আয়োজন করায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা।
 
জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। দেশের ২২ জেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ৪৪৭টি কেন্দ্রে এ পরীক্ষা হবে। প্রার্থীর সংখ্যা তিন লাখ ৪৩ হাজার ২৫৭ জন।

অন্যদিকে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ক্যাশিয়ার পদে নিয়োগ পরীক্ষাও একই দিনে। সকাল ১০টায় এই পরীক্ষা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এই পদের জন্য ২১ হাজার প্রার্থী আবেদন করেছেন। গত ৯ জুন নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

একাধিক পরীক্ষার্থীরা জানায়, দুটি নিয়োগ পরীক্ষার সময় এক হওয়ায় এবং বেশির ভাগ পরীক্ষার্থী উত্তরাঞ্চলের হওয়ায় তারা উভয় সঙ্কটে পড়েছেন। অনেকেই দুটি প্রতিষ্ঠানে চাকরির জন্য আলাদা করে অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছেন। অনেকে এখনও ঠিক করতে পারেননি যে তারা আসলে কোন পরীক্ষায় অংশ নেবেন।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক বদিউজ্জামান প্রধান বলেন, তাদের প্রস্তুতি শেষ। যথাসময়েই পরীক্ষা নেয়া হবে।

অন্যদিকে, প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালকের (নিয়োগ) মো. সাফায়েত বলেন, তাদের পরীক্ষাও যথাসময়েই অনুষ্ঠিত হবে।

জেডএইচ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।