যানজট নিরসনে প্রধানমন্ত্রীকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর ই-মেইল


প্রকাশিত: ০২:৫৪ এএম, ১৫ অক্টোবর ২০১৫

যানজটের কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়তে হয় হাজার হাজার মানুষকে। এ ভোগান্তি নিরসনে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি প্রশাসন কিংবা স্থানীয় জনপ্রতিনিধিদের। স্কুলে যেতে প্রতিদিন অনেক সময় নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের। একইসঙ্গে পোহাতে হয় ব্যাপক দুর্ভোগ।

তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ই-মেইল করে অভিনব নামের ব্যাঙ্গালুরুর তৃতীয় শেণির শিশু শিক্ষার্থী তার স্কুলযাত্রার দুর্ভোগের অবসান চেয়েছেন। এনিয়ে ভারতীয় গণমাধ্যমের ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

অভিনব চিঠিতে লিখেছেন, প্রতিদিন কমিউটারে চড়ে স্কুলে যাতায়াতের পথে নির্মাণাধীন একটি ফ্লাইওভারের কারণে তার দেরি হয়।

ব্যাঙ্গালুরুর গোরাগুন্তেপালায়া জংশনের কাছে আউটার রিং রোডে লেভেল ক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণের কাজ চলায় প্রতিদিনই এ এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ কারণেই অভিনবকে তার দাদি প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি লেখার আহ্বান জানান। এরপরেই অভিনব মোদির কাছে দুর্ভোগ লাঘব চেয়ে চিঠি লিখেছেন।

অভিনব পরিবারের সঙ্গে ডোব্বাবোম্মাসান্ড্রা এলাকার ভিদ্যারানইয়ানপুরাতে থাকে। যশোবন্তপুরের ন্যাশনাল পাবলিক স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে। যানজটের কারণে তিন কিলোমিটার পথ যেতে তার লাগে ৪৫ মিনিট।

এদিকে, এ চিঠি পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতর থেকে ওই ওভারব্রিজের কাজ দ্রুত শেষ করতে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র : এনডিটিভি।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।