মাস্ক মজুতের অভিযোগে চীনে ৪২ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ১৭ এপ্রিল ২০২০

অবৈধভাবে মাস্ক মজুত করে রেখে সেগুলো উচ্চমূল্যে বিক্রির অভিযোগে চীনের পুলিশ ৪২ জনকে গ্রেফতার করেছে। পাশাপাশি ব্যবহৃত ও নিম্নমানের মাস্ক পুনরায় বিক্রির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতি দিয়ে জানিয়েছে, অবৈধভাবে মাস্কের উৎপাদন, বিক্রি, মজুত, ব্যবহৃত মাস্ক পুনরায় বাজারে বিক্রির মতো এসব জালিয়াতি বন্ধে দেশব্যাপী কঠোর অভিযান চালানোর জন্য কেন্দ্রীয় সরকার একটি টাস্কফোর্স গঠন করেছে।

মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও বলা হচ্ছে, গত মার্চ মাসের প্রথম ও মাঝামাঝি সময়ে গুয়ানদং প্রদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত বাণিজ্যিক এলাকাসহ আরও তিনটি প্রদেশে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ ডলার সমমূল্যের সরঞ্জাম জব্দ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ নিয়ে ২০টি মামলাও দায়ের হয়েছে।

বিশ্বে মাস্ক ও মাস্ক তৈরির কাঁচামালের শীর্ষ রফতানিকারক দেশ হলো চীন। করোনা মহামারির এই সময়ে দেশটি কোটি কোটি ডলারের মাস্ক ও কাঁচামাল রফতানি করেছে। কিন্তু বেশ কয়েকটি দেশ চীন থেকে মাস্ক আমদানির পর নিম্নমানের কারণে তা ফেরত পাঠায় নয়তো ক্রয়াদেশ বাতিল করে।

গত বছরের ডিসেম্বরের শেষদিকে চীনের উহান থেকে প্রথম করোনার প্রাদুর্ভাব শুরু হয়। ভাইরাসটি ইতোমধ্যে গোটা বিশ্বে ২২ লাখের বেশি মানুষকে আক্রান্ত করেছে। আক্রান্তদের মধ্যে প্রায় দেড় লাখ মারা গেছে। সুস্থ হয়েছে সাড়ে ৫ লাখের বেশি কোভিড-১৯ রোগী।

এসএ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।