বরিশাল মেডিকেলে নার্সদের ধর্মঘট : দুর্ভোগে রোগীরা


প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৪ অক্টোবর ২০১৫

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রোগীর স্বজনদের হামলার অভিযোগ এনে  কর্মবিরতি পালন করছে বরিশাল শেবাচিম হাসপাতালের নার্সরা। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ রোগীরা।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তাদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়।
 
তাদের দাবি, হামলায় আহত হয়েছেন ব্রাদার জসিমউদ্দিন, সেবিকা হাসিনা বেগম, আয়া সেলিনা ও রিনা আক্তার।
পুলিশ পরিস্থিতি শান্ত করতে রোগীর দুই স্বজনকে আটক করেছে। তারা হলেন, আল আমিন সিকদার ও কাঞ্চন মৃধা।

ঘটনাস্থলে থাকা কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই মো. কবির হোসেন জানান, মির্জাগঞ্জ উপজেলার ভিটাখালি এলাকার কাঞ্চন মৃধার ছেলে সোহেল মৃধা (১৮) অসুস্থ হয়ে ১০ অক্টোবর শেবাচিমে ভর্তি হন। মঙ্গলবার রোগীর নাম কেটে দিলেও হাসপাতালে অবস্থান করেন। রোগীকে বেড ছেড়ে দিতে বললে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি বেধে যায়। এতে উভয়পক্ষের লোকজন আহত হন। এ ঘটনার পরপরই নার্সরা কর্মবিরতির ডাক দিয়ে হাসপাতালে থাকা রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করে দেয়। পরিস্থিতি শান্ত করতে রোগির দুই স্বজনকে আটক করা হয়েছে। সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত কর্মবিরতি চলছিল।

সাইফ আমীন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।