আঙ্কারা বিস্ফোরণ : পুলিশ গোয়েন্দা প্রধান প্রত্যাহার


প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৪ অক্টোবর ২০১৫

শান্তি সমাবেশে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে আঙ্কারা পুলিশ প্রধান, গোয়েন্দা প্রধান ও নিরাপত্তা প্রধানকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আঙ্কারার প্রধান রেল স্টেশনের কাছে শনিবার কুর্দি পন্থিদের ডাকা শান্তি সমাবেশে দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৯৭ জনের প্রাণহানি ঘটে।

ওয়েব সাইটেবলা হয়েছে, বোমা হামলা নিয়ে সুষ্ঠু তদন্তের লক্ষ্যে এবং প্রধান সিভিল ও পুলিশ পরিদর্শকদের অনুরোধে আঙ্কারার প্রাদেশিক পুলিশ প্রাধান, গোয়েন্দা অধিদফতরের প্রধান এবং নিরাপত্তা অধিদফতরের প্রধানকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে পরবর্তীতে তারা নিজ নিজ দায়িত্বে ফেরত আসবেন কিনা সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।