আক্রান্ত-মৃত্যু বাড়ছে থাইল্যান্ডে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৫ এপ্রিল ২০২০

থাইল্যান্ডে প্রথমদিকে করোনায় আক্রান্তের সংখ্যা কম থাকলেও গত কয়েকদিন ধরে নতুন করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেশটিতে নতুন করে আরও ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

অপরদিকে নতুন করে আরও দু'জনের প্রাণহানি ঘটেছে। নতুন আক্রান্তদের মধ্যে ১৯ জন কোন না কোনভাবে করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন। সেখান থেকেই তারাও করোনায় আক্রান্ত হয়েছেন।

তবে নতুন আক্রান্তদের মধ্যে তিনজন কারো সংস্পর্শে আসেননি বলে জানিয়েছে থাই সরকারের সেন্টার ফর কোভিড-১৯ সিচ্যুয়েশন অ্যাডমিন্সট্রেশনের মুখপাত্র তাওয়েসিন উইসানুইয়োথিন।

Thailand-1

নতুন করে আক্রান্তদের মধ্যে একজন আগে কোয়ারেন্টাইনে ছিলেন। এছাড়া করোনায় আক্রান্ত সাতজনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর গত জানুয়ারিতে প্রথম থাইল্যান্ডে একজনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে।

এখন পর্যন্ত থাইল্যান্ডে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬১৩ এবং মারা গেছে ৪১ জন। অপরদিকে, এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৪৯৭ জন এবং ৬১ জনের অবস্থা গুরুতর।

টিটিএন/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।