আইসিসির নতুন স্পন্সর নিশান


প্রকাশিত: ১২:১০ পিএম, ১৪ অক্টোবর ২০১৫

আইসিসির নতুন স্পন্সর হয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান। জাপানের এই প্রতিষ্ঠানটির সঙ্গে আট বছরের চুক্তি হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এর ফলে জাপানের আরেক কোম্পানি ‘হুন্দাই’য়ের স্থলাভিষিক্ত হল তারা।
২০২৩ সাল পর্যন্ত আইসিসি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি হতে শুরু করে অনূর্ধ্ব-১৯, মহিলা ক্রিকেট এবং বাছাই পর্বের ইভেন্টগুলোকেও স্পন্সর করবে নিশান।
 
উল্লেখ্য, ব্রাজিলের রিও ডি জেনেরিও ২০১৬ অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের পার্টনারও নিশান। এছাড়া যুক্তরাজ্য, মেক্সিকো ও ব্রাজিল অলিম্পিক দলের স্পন্সরও তারা। তবে ক্রিকেটে এবারই তাদের প্রথম আগমণ।

এ প্রসঙ্গে আইসিসি’র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, নিশানকে গ্লোবাল পার্টনার হিসেবে পেয়ে আইসিসি আনন্দিত। আগামী আট বছর আইসিসির সব ইভেন্টে একসঙ্গে কাজ করার আহবান জানাচ্ছি।

আরটি/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।