সুন্দরবন রক্ষা অভিযাত্রায় মানিকগঞ্জে পথসভা


প্রকাশিত: ০৯:১৯ এএম, ১৪ অক্টোবর ২০১৫

রামপাল বিদ্যুৎ কেন্দ্রসহ সুন্দরবন বিধ্বংসী সকল প্রকল্প বাতিলের দাবিতে সিপিবি ও বাসদের সুন্দরবন অভিযাত্রা বুধবার দুপুরে মানিকগঞ্জ অতিক্রম করেছে। এর আগে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপি এক পথসভা অনুষ্ঠিত হয়।

জেলা সিপিবির সভাপতি আজহারুল ইসলাম আরজুর সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, কমরেড মনজুরুল আহসান খান, বাসদের সাধরণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় সদস্য রাজেকুজ্জামান রতন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জলি তালুকদার, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মৈত্রি ঘোষ প্রমুখ।

মনজুরুল আহসান খান বলেন, উন্নয়নের নামে ঐতিহ্যের ধ্বংসযজ্ঞ চলছে। আমরা বিদ্যুৎ চাই কিন্তু সুন্দরবনের মত ঐতিহ্যকে ধ্বংস করে নয়। বিদ্যুৎ উৎপাদনে আরো বিকল্প পথ রয়েছে। সুন্দরবণ ধ্বংস হলে আর কোনো দিন সৃস্টি করা যাবে না।

সুন্দরবন রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে খালেকুজ্জামান বলেন, আন্দোলনের কারণেই বিবিয়ানা গ্যাস পাচার, চট্রগ্রাম বন্দর লিজ এবং ফুলবাড়ি খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে।

রুহিন হোসেন প্রিন্স বলেন, রামপাাল বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে ৩০ বছরে আমাদের ১লাখ ৪০ হাজার কোটি টাকা ক্ষতি হবে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতি হবে পরিবেশের। ৫ লাখ মানুষের জীবিকা আর কোটি কোটি মানুষের আশ্রয়, বাসস্থান ধ্বংস হবে।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকাল ৯ টায় রওনা দিয়ে সুন্দরবন রক্ষা অভিযাত্রী দল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জে  পৌঁছায়। বেলা ১টার দিকে মানিকগঞ্জে সমাবেশ শেষে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বিকেল তিনটায় গোয়ালন্দ মোড়ে তাদের একটি পথ সমাবেশে যোগ দেয়ার কথা আছে।

বিএম খোরশেদ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।