আরও ১২৬ মৃত্যু জার্মানিতে, নতুন আক্রান্ত ২৫৩৭
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৩ এপ্রিল ২০২০
জার্মানিতে নতুন করে আরও ২ হাজার ৫৩৭ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার দেশটির সংক্রামক রোগ বিষয়ক সংস্থা রবার্ট কোচ ইন্সটিটিউট জানিয়েছে, এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ১৬ জন।
অপরদিকে, দেশটিতে নতুন করে মারা গেছে আরও ১২৬ জন। ফলে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৭৯৯ জন।
তবে আগের দিনের তুলনায় দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। রোববারের হিসাব অনুযায়ী, দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮২১ জন। অপরদিকে, ১২৯ জনের মৃত্যু হয়েছে।
শনিবারের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে মারা গেছে ১৭১ জন এবং আক্রান্ত হয়েছে ৪ হাজার ১৩৩ জন। অপরদিকে, শুক্রবারের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৩২৩। বৃহস্পতিবারের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা গেছে ১০২ জন। তার আগের দিন মৃত্যু হয়েছে ৩৩৩ জনের।
এখন পর্যন্ত ২১০টি দেশে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই হানা দিয়েছে করোনা। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য।
টিটিএন/এমকেএইচ