আশুগঞ্জের সংঘর্ষের ঘটনায় আটক ১৭


প্রকাশিত: ০৮:৩৫ এএম, ১৪ অক্টোবর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মঙ্গলবার দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৪০ জন আহত হওয়ার ঘটনায় ১৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বগৈর ও খড়িয়ালা গ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন আটকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত এক সপ্তাহ আগে আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বগৈর গ্রামের নাহরিন নামের এক নারী একই ইউনিয়নের পার্শ্ববর্তী খড়িয়ালা গ্রামের আবু তালেবের কাছে তার পাওনা টাকা চাইতে গেলে বাক-বিতণ্ডা হয়। পরে ওই নারী বাড়িতে এসে বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে সোমবার বিকেলে বগৈর গ্রামের লোকজনের সঙ্গে খড়িয়ালা গ্রামের লোকজনদের হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের কয়েকশ লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ঘটস্থালেই বগৈর গ্রামের বাসিন্দা নুরুল আমিন (৪০) মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।