দুই শিয়ালের ছবি জিতলো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি পুরস্কার


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ১৪ অক্টোবর ২০১৫

এ বছর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে কানাডার আলোকচিত্রী ডন গুতোস্কির তোলা লড়াইরত দুই শিয়ালের ছবি। মঙ্গলবার লন্ডনের ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে এক অনুষ্ঠানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার হিসেবে ডনের নাম ঘোষণা করা হয়েছে।

কানাডার চার্চিলের একটি পার্কে একটি লাল শিয়াল অারেকটি মেরু শিয়ালের মৃতদেহ কামড়ে ধরে আছে। জীবনের জন্য লড়াইরত এ দৃশ্যটি ধরা পড়েছে সৌখিন আলোকচিত্রী ডনের ক্যামেরায়। বিচারকরা ৪২ হাজার আলোকচিত্রের মাঝে থেকে ডনের তোলা এ আলোকচিত্রটিকে সেরা হিসেবে নির্বাচন করেছে।

এছাড়া এ প্রতিযোগিতায় পাখির আলোকচিত্র ক্যাটেগরিতে আমির বেনের তোলা তিন পাখির ছবি পুরস্কার জিতেছে।

bird

একক আলোকচিত্রে পুরস্কার জিতেছে দুই পায়ের ওপর ভর দিয়ে বসে থাকা তিনটি বাঘ ও একটি সিংহের ছবি। ছবিটি তুলেছেন আলোকচিত্রী বৃত্তা জ্যাসচিন্সকি।

tiger

এ ছবিটি তুলে তরুণ আলোকচিত্রী হিসেবে জোনাথন জগত পুরস্কার জিতেছেন।

jonatho

পানির নিচের আলোকচিত্র ক্যাটেগরিতে একদল তিমির এ ছবিটি তুলে পুরস্কার জিতেছেন মাইকেল এডব্লিউ

Michael

একটি সজারুর হেঁটে চলার ছায়ার দৃশ্য তুলে নগরায়ন ক্যাটেগরিতে পুরস্কার জিতেছেন রিচার্ড পিটারস।

shadow


সূত্র : দ্য গ্লোব অ্যান্ড মেইল

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।