কাজলকে নিয়ে মুখ খুললেন শাহরুখ


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ১৪ অক্টোবর ২০১৫

বলিউডের পর্দায় শাহরুখ-কাজলের কেমিস্ট্রিকে নতুন করে পরিচয় দেয়া বোকামি। তারা যখনই একসাথে হন তখনই বাজিমাত করেন। ভেঙেচুরে নতুন করে গড়েন ইন্ডাষ্ট্রির রেকর্ড।

তাই বরাবরই নিজের জুটির সেরা জুড়ি হিসেবে কাজলের কথা উল্লেখ করেন তিনি। এবার কাজলকে নিয়ে নতুন করে মুখ খুললেন বলিউড বাদশাহ। নিজের টুইটার একাউন্ট থেকে তিনি টুইট করেছেন, ‘আমি কাজ করতে বেশ পছন্দ করি। আর কাজটা যদি হয় কাজলের সাথে তবে সে পছন্দটা হয় দ্বিগুন।’

শাহরুখ আরো বলেন, ‘আমি জানি আমাদের পর্দায় বেশ ভালো মানায়। আমারও কাজলের সাথে কাজ করতে ভালো লাগে। তবে আমি মনে করছি অভিনয়ের পাশাপাশি আমরা এ মুহূর্তে পৃথিবীর সেরা নাচের জুটিও।’

শাহরুখ আর কাজল দুজনই ব্যস্ত আছেন পরিচালক রোহিত শেঠির ছবি ‘দিলওয়ালে’র শুটিং নিয়ে। সেখানেই একটি গানে নাচের শুটিংয়ের পর কাজলকে নিয়ে এই টুইট করেন কিং খান।

দিলওয়ালে ছবিটি ডিসেম্বরের ১৮ তারিখ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরএএইচ/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।