থাইল্যান্ডে করোনায় আক্রান্তের সংখ্যা ২৫৫১, মৃত্যু ৩৮
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ১২ এপ্রিল ২০২০
থাইল্যান্ডে ক্রমেই করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৫১। অপরদিকে করোনা প্রাণ কেড়েছে ৩৮ জনের।
দেশটিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ২১৮ জন। অপরদিকে ৬১ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
থাইল্যান্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৩৩ জন। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
থাই সরকারের কোভিড-১৯ পরিস্থিতি তত্ত্বাবধান কেন্দ্রের মুখপাত্র তাওয়েসিন উইসানু্ইয়োথিন জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। ওই পুরুষ দুজনের বয়স যথাক্রমে ৭৪ এবং ৪৪ বছর। অপরদিকে মারা যাওয়া নারীর বয়স ছিল ৬৫ বছর।
এদিকে, গত শনিবারের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে ৪৫ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া মারা গেছে আরও দু'জন। আক্রান্ত হয়ে মারা যাওয়া দু'জনই ছিলেন থাইল্যান্ডের নাগরিক।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর গত জানুয়ারিতে থাইল্যান্ডে প্রথম করোনার প্রাদর্ভাব ঘটে। প্রথমদিকে সেখানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম থাকলেও এখন বাড়ছে।
টিটিএন/পিআর