জাপানে নতুন করে করোনায় আক্রান্ত ৭১৪, মৃত্যু ৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৮ এএম, ১২ এপ্রিল ২০২০

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৭১৪ জন। অপরদিকে, নতুন করে মারা গেছে আরও চারজন।

গত চারদিন ধরেই দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৬০।

অপরদিকে জাপানে নোঙ্গর করা ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীর ৭১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। ওই প্রমোদতরীর ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ৬১৯ জন।

Japan-2

জাপানের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১০৯ জন। দেশটিতে এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছে ৭৬২ জন। তবে ১১৭ জনের অবস্থা আশঙ্কজনক।

এদিকে, রাজধানী টোকিওতো শনিবার নতুন করে ১৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত টোকিওতো মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯০২।

টিটিএন/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।