খিজির খানের খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি


প্রকাশিত: ০৬:৪৬ এএম, ১৪ অক্টোবর ২০১৫

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ খিজির খানের খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে সময়ে বিদ্যুতের যে উন্নয়ন হয়েছে তার পেছনে প্রকৌশলী খিজির খানের অনেক অবদান রয়েছে। পিডিবি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার সময় কখনো তিনি ঘুষ-দুর্নীতির সঙ্গে যুক্ত হননি।

বক্তারা আরো বলেন, সরকারের উচিত অবিলম্বে খুনিদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া।

মানববন্ধনে সংগঠনের কবির উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুস সবুর, সবুজ আহমেদসহ আইইবি`র প্রকৌশলী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএস/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।