শেয়ারবাজার ব্যাপক দর পতনে চলছে লেনদেন
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার উভয় শেয়ারবাজারে সূচকের ব্যাপক দর পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।
লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ৩৩ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে ৬৪ পয়েন্ট। কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দরও। লেনদেনেও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।
প্রসঙ্গত, এর আগে টানা তিন কার্যদিবস দর পতনের পর সোমবার শেয়ারবাজারে সূচক ঘুরে দাঁড়ালেও একদিন পর মঙ্গলবার মিশ্রপ্রবণতায় শেষ হয় লেনদেন। তার একদির পর বুধবার আবারও বড় দরপতনের মধ্য দিয়ে চলছে পুঁজিবাজারের লেনদেন।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে সকাল সাড়ে ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট কমে চার হাজার ৭৪৫ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ৬ পয়েন্ট কমে ১ হাজার ১৩৫ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৮০১ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ৭৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৮৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের।
অন্যদিকে একই সময়ে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬৪ পয়েন্ট কমে ৮ হাজার ৮৪০ পয়েন্টে অবস্থান করছে।
আলোচিত সময়ে সিএসইতে মোট ১৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ১০৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪ কোটি ৭৮ লাখ টাকার।
এসআই/একে/পিআর