ম্যান বুকার পুরস্কার পেলেন জ্যামাইকার মারলন জেমস


প্রকাশিত: ০৫:০২ এএম, ১৪ অক্টোবর ২০১৫

‘এ ব্রিফ হিস্ট্রি অব সেভেন কিলিং’ উপন্যাস লিখে এ বছর ম্যান বুকার পুরস্কার জিতেছেন জ্যামাইকান লেখক মারলন জেমস।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গিল্ডহলে স্থানীয় সময় মঙ্গলবার রাতে পুরস্কার হিসেবে তার হাতে ৫০ হাজার মার্কিন ডলার তুলে দেয়া হয়।

বিখ্যাত জ্যামাইকান গায়ক বব মার্লের হত্যা চেষ্টা নিয়ে লেখা ওই উপন্যাসের জন্য এ পুরস্কার পেয়েছেন ৪৪ বছর বয়সী জ্যামাইকান লেখক।

৬৮০ পৃষ্টার উপন্যাসটি ২০১৫ সালের ম্যান বুকার পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় থাকা ‘সবচেয়ে উত্তেজনাপূর্ণ’ বই বলে মন্তব্য করেছেন বিচারকদের প্রধান মাইকেল উড। একইসঙ্গে মারলনের লেখা তৃতীয় এই উপন্যাসটি ‘চমকে ঠাসা’ ছিল বলেও জানান তিনি।

মারলনই প্রথম জ্যামাইকান লেখক যিনি ম্যান বুকার পুরস্কার পেলেন। পুরস্কার নেয়ার সময় মারলন জানান, তার উপন্যাসে রেগি গান গুরুত্ব পেয়েছে। পুরস্কারটি বাবাকে উৎসর্গ করেন মারলন। বাবাই তার সাহিত্যের জ্ঞানকে একটি ছাঁচের মধ্যে এনেছেন বলে জানান তিনি।

ডাচেস অব কর্নওয়েল জ্যামাইকান লেখক মারলন জেমসের হাতে এই পুরস্কার তুলে দেন।

জেডএইচ/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।