করোনার কারণে হুমকির মুখে বিশ্বের শান্তি-নিরাপত্তা
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩০ পিএম, ১০ এপ্রিল ২০২০
বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৫ হাজার ৬৯২। অপরদিকে, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ হাজার ৭৬৫ জন।
তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৬ হাজার ৯৬৯ জন। এদিকে, করোনা নিয়ে বিশ্বকে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
এক সতর্কবার্তায় তিনি বলেছেন, করোনার কারণে হুমকির মুখে রয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা। সামাজিক স্তরে অশান্তি ও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এ বিষয়ে জাতিসংঘের শক্তিশালী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গুতেরেস। এখনই এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবার করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করেছে।
চীনে সাম্প্রতিক সময়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে থাকলেও অন্যান্য দেশে বিপর্যয় তৈরি করেছে করোনা। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেনের মতো দেশগুলোও করোনার সঙ্গে পেরে উঠছে না।
বিশ্বের লাখ লাখ মানুষ করোনার কারণে চাকরি হারাচ্ছে। লোকজন এক প্রকার গৃহবন্দি হয়ে পড়েছে। এই পরিস্থিতি বেশিদিন স্থায়ী হলে বিশ্বের বিভিন্ন দেশে মারাত্মক সঙ্কট তৈরি হবে।
টিটিএন/এমএস