করোনা সংক্রমণের ঝুঁকিতে পোষা বিড়াল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০৯ এপ্রিল ২০২০

বিড়ালও করোনাভাইরাসে সংক্রমিত হতে পারে, তবে কুকুর সংক্রমণের ঝুঁকিতে নেই। নতুন একটি গবেষণায় এমন তথ্য উঠে আসার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মানুষের মাধ্যমে পোষ্য প্রাণীর দেহে করোনার সংক্রমণ ঘটছে কিনা সেটি গভীরভাবে গবেষণা করে দেখা হবে।

বুধবার সায়েন্স জার্নালের ওয়েবসাইটে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, সার্স-কোভ-২ তে আক্রান্ত হতে পারে পোষ্য প্রাণীও। তবে গবেষকরা বলেছেন, কুকুর, মুরগি, শূকর এবং হাঁসের শরীরে করোনাভাইরাসের সংক্রমণের সম্ভাবনা নেই।

যেসব প্রাণী করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতে আছে; তাদের শরীরে যাতে করোনার পরীক্ষামূলক ভ্যাকসিনের প্রয়োগ করা যায়, সেটি জানতেই গবেষণা পরিচালনা করেন গবেষকরা।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসের প্রথম রোগী পাওয়া যায়। তখন থেকে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮৬৭ জন। অন্যদিকে, বিশ্বজুড়ে সেই সংখ্যা ১৫ লাখের বেশি এবং মারা গেছেন ৮৮ হাজারেরও বেশি।

কোভিড-১৯ নামের নতুন এই ভাইরাসটি বাদুর থেকে মানুষের শরীরে সংক্রমণ ঘটিয়েছে। কুকুর এবং বিড়ালের শরীরে এই করোনাভাইরাস সংক্রমণ দেখা গেছে। তবে পোষ্য প্রাণী করোনার বাহক হতে পারে কিনা সেব্যাপারে পরিষ্কার কোনো তথ্য নেই।

এদিকে, নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায় এক বাঘের শুষ্ক কাশি এবং ক্ষুধামন্দা দেখা দেয়ার পর করোনা পরীক্ষা করা হয়। রোববার চিড়িয়াখানার চিকিৎসকরা এই বাঘের শরীরে প্রথমবারের মতো করোনার উপস্থিতি নিশ্চিত হন।

গত জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে চীনে একটি গবেষণা পরিচালনা করা হয়। এতে দেখা যায়, এই ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে আছে কুকুর এবং বিড়াল। এ দুই প্রাণীর নাকের মাধ্যমে ভাইরাসের কণা দেহে সংক্রমণ ঘটায়। এমনকি আক্রান্ত এক বিড়ালের মাধ্যমে অন্য বিড়ালের শরীরেও এই ভাইরাসের বিস্তার ঘটতে পারে।

সূত্র : ডেইলি মেইল।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।